
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বুধবার (২৯ জুন) এতথ্য নিশ্চিত করে বলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।
বিটিআরসির হিসেবে, সবশেষ মে মাস পর্যন্ত দেশে চারটি অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৪৯ লাখ। রবির ৫ কোটি ৪২ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৮২ লাখ এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৬৭ লাখ।
আপনার মূল্যবান মতামত দিন: