ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৪:০০

আল আমিন
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৪:০০

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে টাইগারদের বিপক্ষে লঙ্কানরা দু’টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ২৩ মে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মাসে। লঙ্কানদের বিপক্ষে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের জন‍্য রোববার ১৬ সদস‍্যের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন করে ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

তবে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। পাশাপাশি চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ।

এদিকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরা সাকিব আল হাসান টেস্ট দলে রয়েছেন। সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সঙ্গে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।

বাংলাদেশ ১৬ সদস্যের টেস্ট দল- মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: