ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই

আল আমিন | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ০৪:১১

আল আমিন
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ০৪:১১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৪ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৬ রান সংগ্রহ করেন এই বাঁহাত স্পিনার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: