ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম

আল আমিন | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:৩১

আল আমিন
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:৩১

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটিতে দেখা দিয়েছে জ্বালানি ঘাটতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বহুগুণ।

শ্রীলঙ্কায় চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি আর গমের কেজি ১৯০ টাকা! একটি ডিমের দাম ৩০ টাকা। ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০-১২ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন।

দেশটির স্বাস্থ্য, শিক্ষা খাতও চরম দুর্দশার মুখে পড়েছে। এ অবস্থায় দেশটির সাধারণ জনগণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন।

নিজ দেশের এমন চরম দুরবস্থায় চুপ থাকতে পারলেন না ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে বাংলাদেশে আসা শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গা। আন্দোলনকারীদের কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, 'আমি এই মুহূর্তে বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম। আমি এই সাহসী শ্রীলঙ্কানদের নিয়ে কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। '

এই অবস্থায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সর্বদলীয় সরকার গঠনের ডাক ফিরিয়ে দিয়েছে বিরোধীরা। কলম্বোসহ বিভিন্ন শহরে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: