ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ০০:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ০০:৩১

ছবি সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেছেন। জানিয়েছেন, দেড় মাস পর ক্রিকেটে ফিরবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা আসে বৃহস্পতিবার (৬ জুলাই)। এরপর থেকেই এ ইস্যুতে সরব দেশের ক্রীড়াঙ্গন। এর মাঝেই গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়। তবে তার ১২ ঘণ্টা পার না হতেই গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান তামিম। সেখানেই তিনি অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। বিশ্রাম নিয়ে দেড় মাস পর তিনি ফিরবেন ক্রিকেটে।

আজ বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া বাংলাদেশের এই ক্রিকেটার। সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



আপনার মূল্যবান মতামত দিন: