ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৫

আল আমিন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৫

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের টাইগাররা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। বাকি দুইটি ওয়ানডে ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

ওয়ানডে সিরিজের পরপরই ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের এই সিরিজের জন্য আজ (সোমবার) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩ মার্চ। দ্বিতীয় ও শেষটি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ।

দলে ডাক পেয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো ফরচুন বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ার। খুলনা টাইগার্সের হয়ে পুরো আসর মাতানো ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বিকেও দলে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি স্কোয়াডে দলে ফিরেছেন মুনিম, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

দল থেকে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান এবং আকবর আলি।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: