ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কলম্বিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৮

ছবি : সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকেই পড়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। এবার তৃতীয় ম্যাচে সেই ধারা অব্যাহত রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে।

অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল।

কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এদিন সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি ও কলম্বিয়া ১১টি শট নেয়। তবে কলম্বিয়ার যুবারা ৫৬ শতাংশ বল পজিশনে রাখলেও শেষ পর্যন্ত জয় কিন্তু হয়েছে ব্রাজিলেরই।

ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও ব্রাজিল ও কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে প্রথমার্ধ। কিন্তু কেউ লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।

শুরুটা করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় পেনাল্টি পায় ব্রাজিল। সেখানেসফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলের এদওয়ার্দো কোগিদজিকি আনাস্তাসিও। ১৩ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। ম্যাচে ৬৭তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম ক্যামিলো লোপেজ সান্তানা।

তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কলম্বিয়া। দুই মিনিট পর রিকুয়েলমি ফিলিপ মরিনহো ডি সুজাও গোল করে লিড এনে দেন সেলেসাওদের। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন রায়ান ভিটর সামপ্লিসিও রোচা।

যোগ করা অতিরিক্ত সময়ে বার্নার্দো ভালিম লাল কার্ড পেলে ম্যাচের ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে এতে দলটির কোনও ক্ষতি করতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া ব্রাজিলের যুবারা। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠলো ব্রাজিল। সূত্র: চ্যানেল২৪।



আপনার মূল্যবান মতামত দিন: