ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়

আল আমিন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৬:৩৮

আল আমিন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৬:৩৮

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: শনিবার (২২ অক্টোবর) সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। পার্থে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। তবে স্যাম কুরানের বোলিং তোপে মাত্র ১১২ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ১০ রানে ৫ উইকেট নেন স্যাম কুরান।

১১৩ রানে লক্ষ্যে পৌঁছতে গিয়েও দফায় দফায় আফগান স্পিনারদের বাধার সম্মুখীন হয় ইংলিশ ব্যাটাররা। ১৮ বলে ১৮ করে ফিরে যান জশ বাটলার। দলীয় ৫২ রানে ২০ বলে ১৯ রানে ফিরে যান এলেক্স হেলসও। বেন স্টোকসও ফিরে যান মাত্র ২ রানে। ৩০ বলে ১৮ করে ডেভিড মালানও ফিরেন সাজঘরে। ১৪ ওভারে মাত্র ৮১ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে ইংল্যান্ড।

হ্যারি ব্রকও বাঁধা পড়েন রশিদ খানের স্পিন ধাঁধাঁয়। তবে লিয়াম লিভিংস্টোন এদিন ইংল্যান্ডের ত্রাতার ভূমিকায়। তার ২১ বলে অপরাজিত ২৯ রানে অবশেষে ১৯তম ওভারে এসে ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়। মইন আলি অপরাজিত ছিলেন ৮ রানে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১১২ রান সংগ্রহ করতে পারে আফগানিস্তান। ৯ বলে ১০ করে ফিরেন রাহমানুল্লাহ গুরবার, ১৭ বলে ৭ করেন হযরতুল্লাহ জাজাই। অধিনায়ক নাবি করেছেন মোটে ৩ রান। সর্বোচ্চ ৩২ বলে ৩২ রান করেন ইবরাহীম জাদরান। আরেক জাদরান নাজিবুল্লাহ ফেরেন ১৩ রানে।

গোল্ডেন ডাক মেরেছেন রশিদ খান ও ফজলে হক ফারুকী। মুজিবুর রহমানও ফিরেছেন শূন্য রানে। ৮ রান করেছেন আজমাতুল্লাহ ওমরজাই। তবে উসমান গজানির ৩০ বলে ৩০ রানে ভর করে ২ বল আগেই অল আউট হওয়ার আগে আফগানদের স্কোরবোর্ডে যোগ হয় ১১২ রান।

 

বিদেশ বার্তা/ এএএ





আপনার মূল্যবান মতামত দিন: