ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় ফুটবল দলে গোলরক্ষক জবি শিক্ষার্থী প্রীতম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ০১:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ০১:৪২

জবি শিক্ষার্থী প্রীতম

জবি থেকে : কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম।

বর্তমানে ক্লাব ফুটবলে আবাহনীর গোলবার প্রহরী এই শিক্ষার্থী এর আগেও ২০১৮ সালেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এবং বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন।

আলাপকালে মাহফুজুর রহমান প্রীতম বলেন, আমার জন্য জাতীয় দলে হয়ে খেলাটা নতুন না হলেও এটা সত্য যে মাঝখানে একটা দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। লাল সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই আনন্দের বিষয়। আমি এর আগেও অনূর্ধ্ব-১৮তে প্রধান একাদশে ছিলাম এবং বয়স ভিত্তিক প্রতিযোগিতায় জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছি। আশাকরি সামনে অনুষ্ঠিত নেপাল এবং কম্বোডিয়ার বিপক্ষের দুটি ম্যাচেই আমাদের দল জয়ী হবে।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।



আপনার মূল্যবান মতামত দিন: