ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাইগারদের হারিয়ে সিরিজ ড্র করলো আফগানিস্তান

আল আমিন | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৬:৩৯

আল আমিন
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৬:৩৯

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: শনিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

আর এতেই দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ১-১ সমতায় সিরিজ ড্র করলো আফগানরা।

ম্যাচে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন উসমান গনি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ৪ রান করেই। এরপর ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন লিটন দাস। নাঈম শেখ ১৯ বলে ১৩ রান করে করিম জানাতের সরাসরি থ্রোয়ে রান আউট হন।

নাঈমের পর দ্রুত ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। সাকিব ১৫ বলে করেছেন মাত্র ৯ রান।

দলীয় ৪৫ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ প্রথম ১০ ওভারে তুলতে পারে মাত্র ৪৭ রান। মুশফিক ও মাহমুদুল্লাহ দু'জনে মিলে ৩১ বলে ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু মাহমুদুল্লাহ আফগান স্পিনার রশিদ খানের বলে এলডব্লিউ হয়ে ফেরেন ১৪ বলে ২১ রান করে।

২৫ বলে ৩০ রান করে আফগান পেসার আজমতুল্লাহ ফারুকির বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে বিদায় নেন মুশফিক। এরপর মেহেদি হাসানকে শূন্য রানেই বিদায় করেন ফারুকি।

আফিফ হোসেনও ৭ রান করে আউট হন। এরপর ইয়র্কারে বোল্ড হয়ে ফারুকির তৃতীয় শিকান হন শরিফুল ইসলাম (০)। শেষদিকে ৫ বলে অপরাজিত ৬ রান করে দলীয় সংগ্রহ ১১৫ রানে নিয়ে যান মুস্তাফিজ।

আফগানিস্তানের পক্ষে ওমরজাই ও ফারুকি ৩টি করে এবং নবি ও রশিদ ১টি করে উইকেট নেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: