ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২০:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২০:৪৫

ছবি: সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজকে সামনে রেখে পাকিস্তান সফর শেষ ওয়েস্ট ইন্ডিজ। তবে অভিজ্ঞতা মোটেই সুখকর হলো না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হলো ক্যারিবিয়ানরা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজকে ডি/এল মেথডে ৫৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ৪৮ ওভারে। মুলতানে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৬৯ রান তুলে পাকিস্তান। ইমাম-উল-হক ৬২ ও শাদাব খান ৮৬ রান করেন। নিকোলাস পুরান নেন চার উইকেট।

জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। আকিল হোসেইন ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৪ উইকেট নেন ম্যাচসেরা শাদাব খান।



আপনার মূল্যবান মতামত দিন: