
স্পোর্টস ডেস্ক: আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। মুমিনুল হক স্বেচ্ছায় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ায় পর সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। সাকিবের সাথে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাদের নেতৃত্ব দেবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমবার ২০০৯ সালে মাশরাফি চোটে পড়লে আপদকালীন অধিনায়ক করা হয় সাকিবকে। দ্বিতীয় মেয়াদের সাকিবের অধিনায়কত্বের শুরু ২০১৮ সালে, সেবারও ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আনুষ্ঠানিক কাপ্তানি শুরু করেন তিনি।
আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেখানেই সাদা পোশাকে ছড়ি ঘোরাতে দেখা যাবে সাকিবকে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: