
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারানোর পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক।
এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে জানিয়ে দিয়েছেন তিনি। নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর মুমিনুল হক অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন মুমিনুল। এ সময় তিনি নেতৃত্বে না থাকার সিদ্ধান্তটি জানান।
মুমিনুল বলেন, 'বললাম যে শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই সময় টিমকে উজ্জীবিত করতে পারছি না। মনে হয় এ সময় নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে এসেছি। আমিতো বলেছি, এখন উনাদের ব্যাপার, কী সিদ্ধান্ত নেবেন তারা জানেন।
গণমাধ্যমকে মুমিনুল হক জানিয়েছেন, অভিমান থেকে নয়, ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স ভালো না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিদশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: