ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

আল আমিন | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৬:৫৮

আল আমিন
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৬:৫৮

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। তাই আফগানিস্তানকে আর হোয়াট ওয়াশ করতে পারল না বাংলাদেশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯২ রানে থামে। জবাবে ৩ উইকেট হারিয়ে এবং ৫৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

বাংলাদেশে পক্ষে ব্যাটিংয়ে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন লিটন দাস। তামিম ইকবাল আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ। ২৫ বল খেলে করেন ১১ রান।

সাকিব আল হাসান ৩০ রান করে আউট হয়। মাহমুদুল্লাহ রিয়াদ ২৯ রানে অপরাজিত ছিলেন ।আর বাকিরা কেউ দুই অঙ্কের ঘর টপকাতে পারেননি।

১০ ওভার বল করে তিন উইকেট নিয়েছেন রশিদ খান এবং ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী। আর বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান পেয়েছেন দুই উইকেট এবং সাকিব পেয়েছেন একটি উইকেট ।

১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান ওপেনাররা ১৫.৩ ওভারে ৭৯ রান যোগ করে। রিয়াজ হাসানকে আউট করে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। ৪৯ বলে ৩৫ রান করেন রিয়াজ।

রহমত শাহ ৪৭ করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন। হাসমতউল্লাহ শহীদিকে ফেরান মিরাজ। তবে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রহমতউল্লাহ গুরবাজ। ১১০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি।

উল্লেখ্য,  টাইগাররা টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে আগেই।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: