
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম টেস্ট ড্র করলেও মিরপুরে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটে লজ্জার হার বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিল সফরকারীলা।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে মিরপুর টেস্ট জিততে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৮ রানে লিড নেয় স্বাগতিকরা। ফলে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৯ রান তুলে নেয় লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাকিব আল হাসান। এছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ৫২ রান। মুশফিক করেন ২৩ রান। এছাড়া বাংলাদেশের বাকি সবাই ব্যর্থ।
এর আগে বাংলাদেশের প্রথম ইংনিংসে করা ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০৬ রান। ফলে শ্রীলঙ্কার চেয়ে ১৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থ বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: