ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুই দিনের সফরে ঢাকা আসছেন আইসিসি প্রধান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ মে ২০২২ ০০:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ মে ২০২২ ০০:৪৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে রবিবার (২২ মে) ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান গ্রেগ বার্কলে।

শুক্রবার (২০ মে) রাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করা ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন।

নাজমুল হাসান পাপন বলেন, আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।

ঢাকায় দুই দিনের সফর শেষে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: