ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাকিবের করোনা নেগেটিভ, যোগ দিচ্ছেন দলের সঙ্গে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ মে ২০২২ ০০:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০০:৩৪

ছবি: সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান করোনা নেগেটিভ হয়েছেন।

শুক্রবার (১৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক মঞ্জুর কাদের গণমাধ্যমকে বলেন, সাকিব পাঁচদিন আইসোলেশন কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে তার খেলার সম্ভাবনা কম।

তিনি আরো বলেন, আগামীকাল ওনার (সাকিব) পাঁচ দিনের আইসোলেশন শেষ হবে। বর্তমানে যে প্রটোকল মানা হচ্ছে, সেই অনুযায়ী পাঁচদিন পর করোনা পরীক্ষা ছাড়াই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আমরা ভারত ও অস্ট্রেলিয়ার প্রটোকলটাই মেনে চলছি, ওই অনুযায়ী নতুন করে পরীক্ষা লাগবে না।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। কিন্তু দেশের ফেরার পর বিশ্বসেরা এ অলরাউন্ডার করোনা পজিটিভ হন। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তিনি করোনা নেগেটিভ হলেন।



আপনার মূল্যবান মতামত দিন: