ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আইসিসির মাস সেরা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:২৮

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:২৮

 কেশব মহারাজ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ।

সোমবার এপ্রিল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। স্বদেশি সাইমন হারমার এবং ওমানের যতীন্দার সিংকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন তিনি।

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। যার দরুণ জায়গা পেয়েছিলেন আইসিসির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। এবার সেখান থেকে চূড়ান্তভাবে এপ্রিল সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন এই বাঁহাতি স্পিনার।

এছাড়াও গত মাসে কেবল একটি ম্যাচ খেলেই মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হওয়া বাংলাদেশ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। বল হাতে দলকে ম্যাচ জেতানোর পাশাপাশি ব্যাট হাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস দলকে উপহার দিয়েছেন। আর এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন মহারাজ।

অন্যদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গেল মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: