ঢাকা | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ info@bideshbarta.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত চলছে বাংলায় ভাষায় ( ভিডিও)

এ আর লিমন | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০

এ আর লিমন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদকঃ তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে বাংলা ভাষায়।  

মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করবেন।

আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এরআগে বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের বলেন, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে আখেরি মুনাজাতে অংশ নিতে ময়দানমুখী মুসল্লিদের ঢল নেমেছে। ভোর বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিদের আসতে দেখা গেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসছেন।

আখেরি মোনাজাতে শরিক হতে অনেকেই ময়দানের আশপাশে অলিগলি, বাড়ি ও কলকারখানার ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন সড়ক ও খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছেন।  

গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশ নিয়েছে শুরায়ি নেজাম অনুসারীরা মুসল্লিরা। আগামী ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আমবয়ানে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। পরে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারিদের বিশ্ব ইজতেমা। 

 



আপনার মূল্যবান মতামত দিন: