
বিদেশবার্তা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা বিদেশে বসে এনআইডি পাবেন এবং এনআইডি অনুযায়ী তাদের পাসপোর্ট দেয়া হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ মানুষ আয়কর দেন যা হতাশাজনক। মন্ত্রী বলেন, যারা আয়কর দেয় শুধু তাদের উপর ট্যাক্সের চাপ বাড়ানো হয়। এসময় নতুন করদাতাদের খুঁজে বের করার তাগিদ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলে সেরা ৩৫ করদাতাকে দেয়া হয় সম্মাননা।
আপনার মূল্যবান মতামত দিন: