
বিদেশবার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেন তিনি। এর মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ট্রাম্প। আর চার বছরের মেয়াদ শেষ করে বিদায় নিলেন জো বাইডেন।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্লিনটন, বুশ ও ওবামা
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্প ক্যাপিটল হিলের গির্জায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ করেছেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিকসহ করপোরেট বিশ্বের নেতারা যেখানে উপস্থিত হন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিদের উপস্থিতি। ট্র্রাম্পের শপথ অনুষ্ঠানে তার ব্যক্তিক্রম হয়নি।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বাদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জীবিত রয়েছেন তিনজন- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা তিনজনই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে দেখা গেছে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশকে। তবে এই অনুষ্ঠানে যোগ দেননি মিশেল ওবামা।
কয়েকদিন আগে জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সাবেক প্রেসিডেন্টরা ন্যাশনাল ক্যাথেড্রালে একত্রিত হয়েছিলেন। ট্রাম্পের শপথও হচ্ছে এই ক্যাথেড্রালে।
হোয়াইট হাউসে ট্রাম্প স্বাগত জানান বাইডেন
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন জো বাইডেন। বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে স্বাগত জানান জো বাইডেন।
জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন। আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া।
এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।
ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়। তিনি এক শব্দে বলেন, ‘‘ভালো।’’
হোয়াইট হাউসে বিদায়ী ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ (চা সেশন) অনুষ্ঠিত হবে। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।
হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টোদিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।
ট্রাম্পের অভিষেকের দিনের সূচি
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশের সময় ২১ জানুয়ারি ভোর ৪টা) ক্যাপিটল হিলে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাঁচটা ২৬ মিনিটে তিনি সেখান থেকে বের হবেন।
অনেকটা একই সময়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় পাঁচটা ২৬ মিনিটে ক্যাপিটল হিল ছেড়ে যাবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই পাঁচটা ৫৫ মিনিটে ডোনাল্ড ট্রাম্প কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
স্থানীয় সময় বিকাল ছয়টা আট মিনিটে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস – প্রেসিডেন্ট ভেন্স কংগ্রেসনাল মধ্যাহ্ন ভোজনে অংশ নেবেন।
এরপর সাতটা ৩৩ মিনিটে সেনা সদস্যদের পর্যালোচনা করবেন ট্রাম্প। এর ঠিক এক ঘণ্টা পর অর্থাৎ আটটা ৩০ মিনিটে প্যারেড বা কুচকাওয়াজে অংশ নেবেন।
এর পনের মিনিট পরে পৌনে নয়টায় মোটর শোভা যাত্রা নিয়ে হোয়াইট হাউসে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আপনার মূল্যবান মতামত দিন: