ঢাকা | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ট্রাম্প

সেলিম সোহেল | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১৭:৪৪

সেলিম সোহেল
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১৭:৪৪

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। বুধবার সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল।

এ বিজয়ের মাধ্যমে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়বার অসাধারণভাবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। চার বছর আগে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি মার্কিন ক্যাপিটলে একটি সহিংস বিদ্রোহের জন্ম দিয়েছিলেন, অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ থেকে বেঁচে যান।

এবারের নির্বাচনে জনপ্রিয়তার বিচারে ট্রাম্প পেয়েছেন সাত কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ ভোট বা ৫১ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ছয় কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫০০ ভোট বা ৪৭ দশমিক ৪৬ শতাংশ ভোট।

 



আপনার মূল্যবান মতামত দিন: