ঢাকা | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জয় দাবি ট্রাম্পের, বললেন ‘এটি দুর্দান্ত বিজয়’

সেলিম সোহেল | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১৪:২১

সেলিম সোহেল
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১৪:২১

ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আর তখনই গুরুত্বপূর্ণ সুই স্টেটে পেনসিলভানিয়ার ফলাফল এসেছে। সেখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। এই ফলাফল পাওয়ার পরই ট্রাম্প মঞ্চ থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করে বলেন, ‘এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়।’

ট্রাম্প এখনও প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। তিনি এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ২৭০। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ভোট। কিছু সময়ের মধ্যেই ট্রাম্প ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলবেন বলে মনে করা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: