ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাজ্যে বিরূপ আবহাওয়ার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ ২২:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ ২২:৩১

ছবি : সংগৃহীত

আন্তজার্তিক ডেস্ক : খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। হিথ্রো এবং গ্যাটউইক বিমানবন্দরেও তুষার, বরফ এবং কুয়াশার কারণে ফ্লাইট বাতিল বা বিলম্বিত করতে হচ্ছে।

সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য আবহাওয়ার ‌হলুদ সতর্কতা সঙ্কেত জারি রয়েছে।

শুধু আকাশ পথেই নয়, সড়ক ও রেলপথেও যোগাযোগ বিঘ্ন ঘটছে যুক্তরাজ্য। বেশ কয়েকটি মোটরওয়ে দুর্ঘটনার পরে চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার রাতে জানায়, তুষার সরিয়ে নেওয়ার জন্য তাদের একমাত্র রানওয়েটি বন্ধ রয়েছে। সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানগুলিকে বরফমুক্ত করার জন্যও ফ্লাইটে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন এক মুখপাত্র। সূত্র : বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: