ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানাননি রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউদিয়া সিনবাম। খবর আলজাজিরা’র।



আপনার মূল্যবান মতামত দিন: