
আন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে অবাধ, প্রতিযোগিতামূলক ও সহিংসতাহীন নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় মার্কিন দূতাবাস আয়োজিত ‘অ্যামটক’ অনুষ্ঠানে অংশ নিয়ে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, বাণিজ্য এবং দু’দেশের মানুষের মধ্যকার সম্পর্কসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি এ কথা বলেন।
মার্কিন দূতাবাস ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ইউটিউবে প্রচারিত সাক্ষাৎকারভিত্তিক এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে পিটার হাসকে প্রশ্ন করেন দূতাবাসের মুখপাত্র কার্লা টমাস।
বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, এখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো পছন্দ নেই এবং তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট দল বা প্ল্যাটফর্মের পক্ষপাতী নয়। তবে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ‘উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক’ নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় বলে জানান তিনি।
বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হলে পিটার হাস বলেন, ‘এটি স্বীকার করতে দ্বিধা নেই যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও নিখুঁত নয়। তবে বাংলাদেশে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে এখানকার জনগণ ও সরকার কাজ করতে পারে। বাংলাদেশের মানুষ যা দেখতে চায়, আমরাও (যুক্তরাষ্ট্র) তা দেখতে চাই। আর তা হলো আন্তর্জাতিক মানের একটি নির্বাচন। যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের পরবর্তী নেতৃত্ব বেছে নিতে পারবে। সেই নির্বাচন হতে হবে অবাধ, প্রতিযোগিতামূলক, সহিংসতাবিহীন ও দমন-নিপীড়নমুক্ত প্রক্রিয়ায়।’
আপনার মূল্যবান মতামত দিন: