ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২ ১৯:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২ ১৯:০৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্র সময় দিনগত রাত ১টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪২ মিনিট) ভূকম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সান রাফায়েল দেল সুর শহর থেকে ৬৯ কিলোমিটার দূরে ও কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

এর প্রভাব টের পাওয়া গেছে প্রতিবেশ দেশ বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাসেও।

মানাগুয়ার বাসিন্দারা জানায়, নিকারাগুয়ান রাজধানীতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সতর্কতার কথাও জানানো হয়নি। সূত্র: এএফপি।



আপনার মূল্যবান মতামত দিন: