
অনলাইন ডেস্ক : শনিবার হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্তত ২২ নাগরিক নিহত হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ওই মুখপাত্র বলেন, ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা
এর আগে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছিলেন, তার দেশের কমপক্ষে ১৪ জন নাগরিক ইসরায়েলে নিহত হয়েছে।
ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
হামাসের হামলার পর দ্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রেসিডন্ট বাইডেন। ভূমধ্যসাগরে রণতরী পাঠানো ছাড়াও ইসরায়েলে গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: সিএনএন
আপনার মূল্যবান মতামত দিন: