ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর

আল আমিন | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ১৩:৩১

আল আমিন
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ১৩:৩১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক প্রায় ১৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের অভ্যন্তরে এবং গাজা উপত্যকার আশেপাশে এসব যোদ্ধার লাশ পাওয়া গেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকা সীমান্তে মোটামুটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

তিনি বলেন, “গত রাত থেকে আমরা জানি যে কেউ ইসরায়েলের অভ্যন্তরে ঢুকতে পারেনি।

তবে অনুপ্রবেশ এখনো ঘটতে পারে। ”

উল্লেখ্য,  ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ জনে দাঁড়িয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: