ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আরব আমিরাতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন: ১৬ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ২২:০৮

আল আমিন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ২২:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ভবনটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে। রবিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ব্যাপক অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল রাসে আগুনের সূত্রপাত হয়।

খালিজ টাইমস বলছে, শনিবার দুপুর সাড়ে ১২টার পর দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে প্রথমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। পরে একটি দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করে।

বন্দর সাইদ এবং হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো এই অগ্নিনির্বাপণ কর্মকাণ্ডে যোগ দেয়। পরে দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর শুরু হয় কুলিং অপারেশন।

আরব আমিরাতের সিভিল ডিফেন্স বাহিনীর বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে 'ভবন নিরাপত্তা নীতিমালা' না মেনে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: