ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আল আমিন | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ০৪:৪০

আল আমিন
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ০৪:৪০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

নিহত দুই ব্যক্তি হলেন নাঈম জামাল আল-জুবাইদি (২৭) এবং মোহাম্মদ আয়মান আল-সাদি (২৬)। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন। ফিলিস্তিনি জনতা তাদের লাশ ইবনে সিনা হাসপাতাল থেকে শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারের জন্য জেনিন এলাকায় অভিযান চলাকালে সেনারা গুলি চালায় এবং তারাও পাল্টা গুলি করে।

এ নিয়ে গত ৭২ ঘণ্টায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো আটজনে।

সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: