ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবে ছুটি ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ ১৯:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ ১৯:৪৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বিশ্বকাপে প্রথমবারের মতো শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। আর দলের এমন কৃতিত্বে বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে ছুটি ঘোষণা করেছেন বাদশাহ সালমান। এই খবর প্রকাশ করেছে আরব নিউজ ও খালিজ টাইমস।

আরব নিউজের খবরে বলা হয়, জাতীয় দলের জয় উদযাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে।

টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে তাদের নাম রয়েছে তালিকার শীর্ষস্থানে। অন্যদিকে সৌদি আরব নিজেদের সি গ্রুপে র‍্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল। গোটা টুর্নামেন্টেই শক্তিমত্তার দিক থেকে সৌদি শেষের দিকের একটি দল হিসেবে পরিচিত। সেই সৌদির সঙ্গে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

মেসির দলকে হারিয়ে আকাশে উড়ছে সৌদিরা। প্রতিবেশী দেশ কাতারে এসে এতটা বড় আনন্দের উপলক্ষ পেয়ে যাবেন অনেকেই ভাবেননি। এমন জয় উদযাপনে যাতে কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যেই সৌদি রাজপরিবার দেশবাসীকে একদিনের ছুটি দিলো।



আপনার মূল্যবান মতামত দিন: