ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৩২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আগ্রহ দেখান ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।

শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্মায় পৌঁছানোর পর সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এসময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, যুবরাজ ও সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্দুল মোমেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে আরও ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাদের সঙ্গে দু’টি চুক্তি সই হয়েছে।

আবদুল মোমেন বলেন, রোড টু মক্কা চুক্তি অনুযায়ী, এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমে হাজিরা মক্কা শরিফে চলে যেতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন: