ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

"আমাদের তেল ছাড়া বিশ্ব দুই তিন সপ্তাহ চলতে পারে না"

আল আমিন | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৭:৩৮

আল আমিন
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৭:৩৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:   সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না বলে দাবি করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান। তিনি বলেছেন, সৌদি আরবের তেল রপ্তানি ছাড়া বিশ্ব দুই বা তিন সপ্তাহ চলতে পারে না। খবর সৌদি গেজেটের।

গতকাল বুধবার গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ আবদুল আজিজ। তিনি বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি।

সৌদি জ্বালানিমন্ত্রী আরও বলেন, আমরা সাইবার হামলা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

এর আগে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয়। এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক ক্ষোভের পাশাপাশি উদ্বেগ জানায়।

রাশিয়া এই জোটের সদস্য হলেও ওপেক প্লাসের নিয়ন্ত্রণ সৌদি আরবের হাতে। ফলে তাদের তেল উৎপাদন কমানোর ঘোষণায় বাইডেন প্রশাসনের ক্রোধের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় রিয়াদ।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: