
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব সিরিয়ায় ইরানপন্থি যোদ্ধাদের বহরে রকেট হামলা হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরাকের সেনাবাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ইরানি নাগরিক রয়েছে।
অন্যদিকে সিরিয়াভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্ব প্রদেশে ট্যাংকার এবং অস্ত্রভর্তি ট্রাকের বহরে হামলা হয়। হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই যোদ্ধা। কারা হামলা করেছে এখন পর্যন্ত তা নিশ্চিত নয়।
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: