
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে আসা এক বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। পবিত্র নগরী মক্কা আল-মুকাররামায় নুরুল আমিন (৬৪) নামে একজন বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করেন, হজযাত্রী নুরুল আমিন এর দেশের বাড়ি নোয়াখালী জেলাতে।
মক্কায় বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশী হজযাত্রী নুরুল আমিনের পাসপোর্ট নাম্বার ইএফ ০৭৫৮০০৬।
বাংলাদেশী থেকে সৌদিআরবে হজ করতে আসা হজযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার জাহাঙ্গীর কবির (৫৯) নামে অপর এক বাংলাদেশী গত ১১ জুন মৃত্যুবরণ করেন, তিনিও পবিত্র মক্কায় মারা যান, বাংলাদেশী হজ যাত্রী হিসেবে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন।
তথ্য মতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৫২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় বাকি সব হজযাত্রী সৌদিআরবে পৌঁছান।
আপনার মূল্যবান মতামত দিন: