ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ওমরাহর কার্যক্রম ৩১মে’র মধ্যে শেষ করার নির্দেশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ মে ২০২২ ২১:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ মে ২০২২ ২১:৫৬

ছবি: সংগৃহীত

সৌদিআরব থেকে : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আদেশ জারি করেছেন যে, শাওয়াল মাসের ৩০ তারিখের মধ্যেই ওমরাহ হজের কার্যক্রম শেষ করতে হবে সকল বিদেশি নাগরিকদের। আরবি তারিখ অনুযায়ী আগামী মে মাসের ৩১ তারিখ হবে শাওয়াল মাসের ৩০ তারিখ।

আরব নিউজের প্রতিবেদনের বরাত মন্ত্রণালয় জানিয়েছে যে, যারা নির্ধারিত এই তারিখের মধ্যে পবিত্র ওমরাহ পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই শাওয়াল মাসের ১৫ তারিখের মধ্যে ভিসার আবেদন করতে হবে।

এবছর মন্ত্রণালয় আগেই জানিয়েছে যে, ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবে না। চলতি বছর হজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৭ই জুন। অবশ্য সৌদি সরকার ওমরাহ পালনকারিদের এখনো কোনো বয়স নির্ধারণ করেননি।

তবে এবছর হজ করার সুযোগ পাবেন সর্বমোট ১০ লাখ মানুষ। এর মধ্যে বহিঃবিশ্ব থেকে হজ করার সুযোগ পাবেন সাড়ে ৮ লাখ মানুষ। এবং বাকি দেড় লাখ মানুষ সৌদিআরবের মধ্যে থেকে হজ করার সুযোগ পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: