
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে জেলে সাইদুল হালদারের জালে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে সাইদুল হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১,৪০০ টাকা কেজি দরে ১৬,৮০০ টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
জেলে সাইদুল হালদার বলেন, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ট্রলার নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলে সারারাত মাছের দেখা পাইনি। পরে সকালের দিকে উজানচরের কামারডাঙ্গী এলাকায় জাল ফেললে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ পাই। পরে দৌলতদিয়া এসে ১৬,৮০০ টাকায় মাছটি বিক্রি করি।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে জেলে সাইদুল ইসলাম মাছটি পাওয়ার পর ফোনে যোগাযোগ করেন। মাছটি ফেরিঘাটে নিয়ে এলে ১৬ হাজার ৮০০ টাকায় কিনে নিই। এরপর পরিচিত ব্যবসায়ীদের যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১,৫০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় চিতল মাছটি বিক্রি করেছি।
আপনার মূল্যবান মতামত দিন: