
পল্লী গাঁয়ে বাড়ি মোদের
পল্লী গাঁয়ে ঘর
মিলেমিশে থাকি যেথায়
মোরা জীবন ভর।
সারি সারি গাছ গাছালি
সবুজ ঘেরা বন
আনন্দে কাটে বেলা
সতেজ থাকে মন।
রাত্র আঁধার হলে শুনি
শিয়ালের হাঁক
দিনে শুনি পাখ পাখালির
কিচিরমিচির ডাক।
সকাল হলে ছেলে-মেয়ে
মক্তবে যায় ছুটে
কৃষক মাঠে ফসল ফলান
বিক্রি করতে হাটে।
বিকেল হলে খেলার মাঠে
শিশুকিশোর দল
হাডুডু আর ক্রিকেট খেলে
এবং ফুটবল।
সদাই করতে বাবা যান
পল্লীর ঐ হাটে
মাছ তরকারি ধুতে মা
চলেন পুকুর ঘাটে।
ঠিকানাঃ- ছাতক, সুনামগঞ্জ।
আপনার মূল্যবান মতামত দিন: