ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেবহাটায় মানষিক ভারসাম্যহীন ৪ ভাই-বোন পেল মাথা গুঁজার ঠাই!

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২১:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২১:২৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেবহাটার ৪ মানসিক ভারসম্যহীন ভাই-বোন পেল মাথা গুঁজার ঠাই। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া ৭নং ওয়ার্ডের মৃত পার্বতী সরদারের ছেলে হরিপদ সরদার (৬০), মেয়ে যশোদা সরদার (৬৫), মেঝ মেয়ে করুনা সরদার (৫৭), ছোট মেয়ে সুবাসা সরদার (৫৫) জন্ম সূত্রে মানষিক ভারসাম্যহীন। তারা উভয়ের চার ভাই-বোন দীর্ঘদিন ধরে পলিথিনের ছাইনির মাটির তৈরি কুঁড়ে ঘরে মানবেতর জীবন-যাপন করে আসছিলেন। তাদের বাড়িতে ছিল না কোন বৈদ্যুতিক সংযোগ। তাদের সংসার চলে মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য সহযোগিতায়।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্যর কাছ থেকে জানতে পারেন সাতক্ষীরা জেলা পরিষদ সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। পরে তাদের পরিবারের অবস্থা দেখে ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে পাঁকা ঘর তৈরির প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক পাঁকা ঘর নির্মাণ পরবর্তী তাদের নিকট হস্তান্তর করেছেন। একই সাথে তাদের জন্য নতুন পোশাক প্রদান করেন আলফা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, নওয়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ গাজী, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা লিলি পারভিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।



আপনার মূল্যবান মতামত দিন: