ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার ঘোষণায় জাতিসংঘে জরুরি বৈঠক

বিদেশ বার্তা | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫০

বিদেশ বার্তা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫০

ইউক্রেন যুদ্ধ

পূর্ব ইউক্রেনের এ দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া এবং সেখানে ‘শান্তি’ বজায় রাখার জন্য রাশিয়া সৈন্য মোতায়েন করবে এমন ঘোষণার পর জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে উদ্বিগ্ন। তারা বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, পুতিনের ঘোষণাটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার অপ্রীতিকর লঙ্ঘন’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের জন্য ইউক্রেনের আহ্বানকে সমর্থন করছে তারা।

ইউক্রেনের সীমান্তের চারপাশে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে তার সামরিক বাহিনীর সম্প্রসারণ ঘটিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দাবি, যে কোনো সময় ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। যদিও মস্কো দাবি করছে হামলার পরিকল্পনা নেই তাদের।



আপনার মূল্যবান মতামত দিন: