
আন্তর্জাতিক ডেস্ক : কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন । মঙ্গলবার ব্রিটেনের রানি এলিজাবেথ লিজ ট্রাসকে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
স্কটল্যান্ডে রানির ব্যক্তিগত বাসভবন ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন লিজ ট্রাস। এর মাধ্যমে দু’মাসের এক অন্তর্বর্তীকালীন প্রশাসনের অবসান ঘটলো, যেটি শুরু হয়েছিল একাধিক কেলেঙ্কারির জেরে, যখন বরিস জনসনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।
ইউরোপে যুদ্ধ এবং দেশে গুরুতর অর্থনৈতিক সমস্যার পটভূমিতে লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্বভার হাতে তুলে নিলেন।
এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রথা অনুযায়ী ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সেখান থেকে বেরিয়ে এসে এক বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন করোনা মহামারি মোকাবেলা এবং ব্রেক্সিট চুক্তিসহ তার অর্জনগুলিকে তুলে ধরেন। তবে যেসব কেলেঙ্কারির জন্য তিনি চাকরি খুইয়েছেন সে সম্পর্কে বরিস জনসন কোনো কথা বলেননি।
ব্রিটেনে রানি দ্বিতীয় এলিজাবেতের অধীনে লিজ ট্রাস হতে যাচ্ছেন ১৫তম ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সূত্র: বিবিসি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: