
আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।
মারিও দ্রাঘি বলেছেন, আমি আজ (১৫ জুলাই) সন্ধ্যায় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।
এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।
তবে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দেওয়ার পর এখনো তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মারিওকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন। খবর বিবিসি।
আপনার মূল্যবান মতামত দিন: