
নিজস্ব প্রতিবেদক : ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুর্কি নাগরিক চারজন, দুজন লেবানিজ ও একজন ইতালীয় পাইলট।
বৃহস্পতিবার (৯ জুন) হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর শনিবার (১১ জুন) একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে ঝড়ের সময় সেটি রাডার থেকে হারিয়ে যায়। পরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর পাওয়া যায়। বিধ্বস্ত হওয়ার দুদিন পর ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ এখনও জানা যায়নি। কারণ, জানতে তদন্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : আরটিভি, রয়টার্স।
আপনার মূল্যবান মতামত দিন: