ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামী ২৪ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বের বললেন ভোলোদিমির

বিদেশ বার্তা | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০০:৩৯

বিদেশ বার্তা
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০০:৩৯

ভোলোদিমির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য। তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেলিফোনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলাপ করেন। এ সময় জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন ইউক্রেন জুড়ে যুদ্ধ চলমান থাকার এই সময়ে পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। খবর বিবিসির।

জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার আক্রমণের সময় ভোলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেছেন জনসন। জনসন আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যাতে পৌঁছায় তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি। দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: