ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন প্রেসিডেন্টের জাতির উদ্দেশে দেয়া ভাষণ

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:১০

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:১০

 ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

 

বিপদের দিনে কেউ পাশে থাকে না, যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভিডিওবার্তায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভ একেবারে এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের ১৩০ নাগরিক নিহত হয়েছেন মস্কোর প্রথম দিনের আগ্রাসনে। খবর এএফপির।

জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে বলেন, ‘আমাদের রাষ্ট্রকে রক্ষায় আমরা একাই যুদ্ধ করে যাচ্ছি। কারা আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত? এ ক্ষেত্রে তো কাউকে দেখছি না। কারা ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদের নিশ্চয়তা দিতে প্রস্তুত? এ ব্যাপারে সবাই শঙ্কিত।’ তিনি আরও বলেন, রাশিয়ার ‘নাশকতা চালানো গ্রুপ’ রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তিনি নগরীর নাগরিকদের কারফিউ পালনের এবং সজাগ থাকার আহ্বান জানান।

রাজধানীর নিজ বাসভবন থেকে দেওয়া ওই বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার প্রথম লক্ষ্য আমি, দুই নাম্বার আমার পরিবার, তবু পালাব না। রাশিয়া চায় আমাকে শেষ করে আমার দেশকে রাজনৈতিকভাবে নিঃস্ব করে দিতে। কিন্তু আমি পালাব না। এখানেই থাকব। যেখানে আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে। সরকার পতন ও নতুন সরকার গঠনই তাদের একমাত্র লক্ষ্য।’ ২০১৯ সালে বিপুল ভোটে জিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পদাভিষিক্ত হন ভলোদিমির। তার আগে ইউক্রেনের টিভির জনপ্রিয়তম কৌতূকশিল্পী ছিলেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: