
এ রিপোর্ট অনুসারে, আরও ধারণা করা হয়েছিল, তিনদিনে সালমান-ক্যাটরিনার এ সিনেমা ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলতে পারে। যদিও এর জন্য মোটেই অপেক্ষা করতে হয়নি।
সিনেমা মুক্তির দ্বিতীয় দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ১০২ কোটি রুপি ঘরে তুলল ‘টাইগার-৩’। যা বাংলাদেশি মুদ্রায় ১৩৫ কোটি টাকারও বেশি। পরিসংখ্যান বলছে আয়ের দিক থেকে, শাহরুখের জওয়ানকেও ভালো পেছনে ফেলেছে ‘টাইগার-৩’।
‘সেকলিংক’-এর রিপোর্ট অনুসারে, সোমবার ‘টাইগার-৩’ সিনেমা সামগ্রিকভাবে হিন্দিতে ৪৮.৬২ শতাংশ তেলেগুতে ২৬.৪৩ শতাংশ এবং তামিলে ২৯.৯১ শতাংশ দখল নিয়েছে। ‘টাইগার-৩’ হলো ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা।
সালমান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও, অ্যাকশন প্যাকড মুভিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। সিনেমাতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন। ‘টাইগার-৩’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
মুক্তির আগে ‘টাইগার-৩’ সিনেমা নিয়ে টুইট করেছিলেন সালমান খান। এতে তিনি বলেছিলেন, আমরা অনেক আবেগের সঙ্গে ‘টাইগার-৩’ সিনেমাটি তৈরি করেছি। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে নিখুঁত দীপাবলি উপহার।
সালমান এবং ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি বরাবরের জন্য বক্সঅফিসে উত্তাপ ছড়ায়। আগেও এর প্রমাণ পাওয়া গেছে। সেই প্রভাব আরও একবার পড়ল সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমা দিয়ে।
তবে তিন দিনে কোথায় গিয়ে দাঁড়ায় ‘টাইগার-৩’, তা সময়ই বলে দেবে। কিন্তু আপতত বলা যাচ্ছে, ভাইজানের নতুন সিনেমাটি তার ভক্তরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: