-2022-02-23-00-20-30.jpg)
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ব্যান্ড মিউজিক ও আধুনিক গানের অন্যতম সফল ও কালজয়ী গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে আহমেদ শাফি চৌধুরী।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই গীতিকবি। তিনি দুইবার স্ট্রোক করেন। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি।
তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশকিছু বিখ্যাত গান লিখেছেন।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’,‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’,‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, উল্লেখযোগ্য।
একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। দেশের দৈনিক পত্রিকায় নিয়মিত রাশিফল লিখতেন গুনী এই ব্যক্তিত্ব।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: