_(5)-2023-10-02-15-02-22.jpg)
অনলাইন ডেস্ক : আমার ক্যারিয়ার গ্রাফটা নতুন করে সাজাতে চাই। অনেক তো হলো, এবার দারুণ দারুণ কাজ নিয়ে ফিরতে চাই। আগে যে কাজ না ভাবেই হয়তো করে ফেলতাম, এখন ১০০ বার ভেবে করি। আমার বিশ্বাস পরবর্তী কাজগুলো দর্শক ভীষণ ভাবে পছন্দ করবে।
অনম বিশ্বাসের সঙ্গে কাজ প্রসঙ্গেএভাবেই নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেন অভিনেত্রী পরীমণি।
ইতিমধ্যে নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরী।
কিংকর আহসানের লেখা 'রঙ্গিলা কিতাব' উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজটির দ্রুতই শুটিং শুরু হবে, যা প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।
জানা গেছে, ভালোবাসা দিয়ে নাকি সব কিছু জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি।
আপনার মূল্যবান মতামত দিন: