ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অভাবের কারণে সার্কাসে নেচে সংসার চালান নায়িকা ময়ূরী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ০১:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ০১:০৩

চিত্রনায়িকা ময়ূরী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা ছিলেন ময়ূরী। জনপ্রিয়তা, সমালোচনা সমানতালে কুড়িয়েছেন তিনি। তাকে বলা হয় ঢালিউডের অশ্লীল যুগের অন্যতম রাণী। তবে একটা পর্যায়ে রূপালি ভুবন থেকে সরে এসে বিয়ে করে সংসার পাতেন এই নায়িকা। বছর খানেক আগেও গণমাধ্যমকে ময়ূরী জানিয়েছিলেন, তিনি সংসার নিয়েই ব্যস্ত। স্বামী-সন্তান আর ধর্মকর্ম করে তার সময় কাটে। কিন্তু এবার জানা গেল, অর্থ উপার্জনের জন্য সার্কাসে নাচেন তিনি।

বছরের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মেলা আয়োজিত হয়। সেই মেলাগুলোর অন্যতম আকর্ষণ থাকে সার্কাস। এসব সার্কাসেই নাচেন ময়ূরী। গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ময়ূরীর ভাষ্য, ‘পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি।’

ময়ূরী জানান, তিনি লায়ন অলিম্পিক সার্কাস দলের সঙ্গে পারফর্ম করেন। বললেন, ‘তারা আমাকে যোগ্য সম্মান দিয়ে অনুষ্ঠানে নেয়। হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করি। কেউ কখনো বাজে মন্তব্য করেনি। উল্টাপাল্টা ধারণা করে না।’

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে তৃতীয় বিয়ে করেন ময়ূরী। তার স্বামী মোহাম্মদ জুয়েল আহমেদ পেশায় মাদ্রাসা শিক্ষক। বিয়ের পরই তিনি সিনেমা ছেড়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। গত দুই বছর করোনার কারণে ঘরবন্দি হয়ে কেটেছিল তার সময়। বর্তমানে পুনরায় চালু হয়েছে মেলা ও সার্কাস। তাই ময়ূরী ফিরেছেন চিরচেনা নাচ-গানের দুনিয়ায়।



আপনার মূল্যবান মতামত দিন: